গণিতে ল সা গু এবং গ সা গু সম্পর্কিত সমস্যা ও তার সমাধান : পর্ব 1
বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য বিভিন্ন ধরণের গণিত আলোচনা করা হবে |আজ প্রথম পর্বে ল সা গু ও গ সা গু সম্বন্ধে আলোচনা করা হলো |এই একই টপিক এর ওপর অনেক আলোচনা থাকবে |তাহলে শুরু করা যাক |
প্রশ্ন 1:
দুটি সংখ্যার ল সা গু ও গ সা গু যথাক্রমে 315 এবং 7 ; একটি সংখ্যা 35 হলে অপর সংখ্যাটি কত?
এই ধরনের প্রশ্নের উত্তর করতে হলে একটি সূত্র রয়েছে সেটি ভালোভাবে বুঝতে হবে |
সূত্রটি হল :
অপর সংখ্যা = ল সা গু × গ সা গু ÷ একটি সংখ্যা
উত্তর :
তাহলে এখানে অপর সংখ্যা =315×7÷35=63
প্রশ্ন 1:
দুটি সংখ্যার ল সা গু ও গ সা গু যথাক্রমে 315 এবং 7 ; একটি সংখ্যা 35 হলে অপর সংখ্যাটি কত?
এই ধরনের প্রশ্নের উত্তর করতে হলে একটি সূত্র রয়েছে সেটি ভালোভাবে বুঝতে হবে |
সূত্রটি হল :
অপর সংখ্যা = ল সা গু × গ সা গু ÷ একটি সংখ্যা
উত্তর :
তাহলে এখানে অপর সংখ্যা =315×7÷35=63
••প্রশ্ন 2 :
দুটি সংখ্যার ল সা গু 385 এবং গ সা গু 11 ; একটি সংখ্যা 55 হলে অপর সংখ্যাটি কত ?
উত্তর :
অপর সংখ্যা =385×11÷55 = 77
Comments
Post a Comment