আধুনিক ইতিহাসচর্চায় খেলার ইতিহাস গুরুত্বপূর্ণ কেন?
পশ্চিমবঙ্গের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য প্রথম অধ্যায়ের 4 নম্বরের প্রশ্ন ও উত্তর |এই অধ্যায়ের নাম ইতিহাসের ধারণা |এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে ধাপে ধাপে আলোচনা করা হবে |আজকে থাকছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের আলোচনা |তাহলে চলো শুরু করা যাক |
1. আধুনিক ইতিহাসচর্চায় খেলার ইতিহাস গুরুত্বপূর্ণ কেন ?
অথবা
খেলার ইতিহাসচর্চার গুরুত্বগুলি লেখো |
সূচনা :
খেলাধূলার ইতিহাসও ইতিহাসচর্চার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় |মানুষের জীবনে খেলাধূলার গুরুত্ব বোঝাতে গিয়ে রোমান কবি জুভেনাল বলেছেন, " মানুষ দুটো জিনিসের জন্য আকুল হতে পারে - রুটি ও খেলাধুলো |"
•• খেলার ইতিহাসচর্চার গুরুত্ব :
1. জাতীয়তাবোধের সঞ্চার :
খেলা নিয়ে বিভিন্ন সময়ে জাতীয়তাবাদ ও জাতীয়তাবোধের সঞ্চার ঘটেছে |পরাধীন ভারতে 1911 খ্রি : বাংলার মোহনবাগান ক্লাব সেকালের ইংরেজ প্রাধান্যে পরিচালিত ক্লাব ইস্ট ইয়র্কশায়ারকে 2-1 গোলে হারিয়ে আই এফ এ শিল্ড কেড়ে নিয়েছিল, যা জাতীয়তাবোধের পরিচায়ক |
2. বর্ণবৈষম্য রোধ :
বর্ণবৈষম্য বিরোধী আন্দোলনের ক্ষেত্রে খেলার ইতিহাসের একটা বিশেষ প্রভাব রয়েছে |যেমন - 1936খ্রি : বার্লিন শহরে অনুষ্ঠিত অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতায় কৃষ্ণাঙ্গ দৌড়বিদ জেসি ওয়েন্স চারটি স্বর্ণপদক জয় করে হিটলারের জাত্যাভিমান চূর্ণ করেন |
3. নারী স্বাধীনতা :
খেলায় নারীদের অংশগ্রহণ দেখে সমাজে নারী স্বাধীনতা বিষয়ে ধারণা করা যায় |
4. পারস্পরিক সম্পর্কের উন্নতি :
খেলাধূলার মাধ্যমে দুটি দেশ তাদের পুরোনো ঝগড়া- বিবাদ ভুলে ক্রীড়াঙ্গনে সম্প্রীতি ও মৈত্রীর বন্ধনে আবদ্ধ হয় |
মূল্যায়ন :
খেলাধূলার প্রয়োজন নানা দিকে |শুধু বিনোদন বা অবসরযাপন নয়, সমাজের সকল ক্ষেত্রে এর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে |
যারা আমার এই সাইটটি ফলো করো তারা আমার নতুন ওয়েবসাইট www.banglaeducare.com এ শিক্ষামূলক পোস্ট দেখতে পারো|নিত্যনতুন পোস্ট পেতে আমার নতুন ওয়েবসাইটটি follow করো |কারণ সেখানেই সমস্ত পোস্ট নতুনভাবে করা হচ্ছে |
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ প্রবর্তিত সিলেবাস অনুসারে মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি হিসেবে ছাত্রছাত্রীদের কথা ভেবে আমাদের একটি নতুন প্রয়াস |এখানে আমরা বাংলা, ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান, ভৌতবিজ্ঞান প্রভৃতি বিষয় অধ্যায়ভিত্তিক আলোচনা করবো |বহু প্রশ্নের সমাধান এখানে থাকবে |যেহেতু এখন সংক্ষিপ্ত প্রশ্ন বেশি থাকে সেই কথা মাথায় রেখে সংক্ষিপ্ত প্রশ্নের ওপর জোর দেওয়া হয়েছে |যদি ছাত্রছাত্রীরা এটি প্রতিনিয়ত follow করে তাহলে কোনোরকম টিউশন ছাড়াই ভালো নম্বর পেতে পারে |তার জন্য আমাদের ওয়েবসাইট www.banglaeducare.com এ login করে অনলাইন পড়াশোনা করতে পারে |
এছাড়া আরও অনেক কিছু থাকছে আমাদের ওয়েবসাইট এ
1. আধুনিক ইতিহাসচর্চায় খেলার ইতিহাস গুরুত্বপূর্ণ কেন ?
অথবা
খেলার ইতিহাসচর্চার গুরুত্বগুলি লেখো |
সূচনা :
খেলাধূলার ইতিহাসও ইতিহাসচর্চার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় |মানুষের জীবনে খেলাধূলার গুরুত্ব বোঝাতে গিয়ে রোমান কবি জুভেনাল বলেছেন, " মানুষ দুটো জিনিসের জন্য আকুল হতে পারে - রুটি ও খেলাধুলো |"
•• খেলার ইতিহাসচর্চার গুরুত্ব :
1. জাতীয়তাবোধের সঞ্চার :
খেলা নিয়ে বিভিন্ন সময়ে জাতীয়তাবাদ ও জাতীয়তাবোধের সঞ্চার ঘটেছে |পরাধীন ভারতে 1911 খ্রি : বাংলার মোহনবাগান ক্লাব সেকালের ইংরেজ প্রাধান্যে পরিচালিত ক্লাব ইস্ট ইয়র্কশায়ারকে 2-1 গোলে হারিয়ে আই এফ এ শিল্ড কেড়ে নিয়েছিল, যা জাতীয়তাবোধের পরিচায়ক |
2. বর্ণবৈষম্য রোধ :
বর্ণবৈষম্য বিরোধী আন্দোলনের ক্ষেত্রে খেলার ইতিহাসের একটা বিশেষ প্রভাব রয়েছে |যেমন - 1936খ্রি : বার্লিন শহরে অনুষ্ঠিত অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতায় কৃষ্ণাঙ্গ দৌড়বিদ জেসি ওয়েন্স চারটি স্বর্ণপদক জয় করে হিটলারের জাত্যাভিমান চূর্ণ করেন |
3. নারী স্বাধীনতা :
খেলায় নারীদের অংশগ্রহণ দেখে সমাজে নারী স্বাধীনতা বিষয়ে ধারণা করা যায় |
4. পারস্পরিক সম্পর্কের উন্নতি :
খেলাধূলার মাধ্যমে দুটি দেশ তাদের পুরোনো ঝগড়া- বিবাদ ভুলে ক্রীড়াঙ্গনে সম্প্রীতি ও মৈত্রীর বন্ধনে আবদ্ধ হয় |
মূল্যায়ন :
খেলাধূলার প্রয়োজন নানা দিকে |শুধু বিনোদন বা অবসরযাপন নয়, সমাজের সকল ক্ষেত্রে এর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে |
যারা আমার এই সাইটটি ফলো করো তারা আমার নতুন ওয়েবসাইট www.banglaeducare.com এ শিক্ষামূলক পোস্ট দেখতে পারো|নিত্যনতুন পোস্ট পেতে আমার নতুন ওয়েবসাইটটি follow করো |কারণ সেখানেই সমস্ত পোস্ট নতুনভাবে করা হচ্ছে |
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ প্রবর্তিত সিলেবাস অনুসারে মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি হিসেবে ছাত্রছাত্রীদের কথা ভেবে আমাদের একটি নতুন প্রয়াস |এখানে আমরা বাংলা, ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান, ভৌতবিজ্ঞান প্রভৃতি বিষয় অধ্যায়ভিত্তিক আলোচনা করবো |বহু প্রশ্নের সমাধান এখানে থাকবে |যেহেতু এখন সংক্ষিপ্ত প্রশ্ন বেশি থাকে সেই কথা মাথায় রেখে সংক্ষিপ্ত প্রশ্নের ওপর জোর দেওয়া হয়েছে |যদি ছাত্রছাত্রীরা এটি প্রতিনিয়ত follow করে তাহলে কোনোরকম টিউশন ছাড়াই ভালো নম্বর পেতে পারে |তার জন্য আমাদের ওয়েবসাইট www.banglaeducare.com এ login করে অনলাইন পড়াশোনা করতে পারে |
এছাড়া আরও অনেক কিছু থাকছে আমাদের ওয়েবসাইট এ
THANK YOU SO MUCH
ReplyDeleteLast two point is little too short
ReplyDelete