দশম শ্রেণির ইতিহাস শর্ট প্রশ্ন ও উত্তর 1 নম্বরের ( প্রথম অধ্যায় ) : পার্ট টু

                 •••••••• খেলার  ইতিহাস •••••••••

এখানে আমরা খেলার ইতিহাস এর ওপর যা যা শর্ট প্রশ্ন হয় আলোচনা করবো |এই টপিকটি পশ্চিমবঙ্গের মাধ্যমিক ইতিহাস সিলেবাস এর প্রথম অধ্যায়ের অন্তর্গত ,যার নাম ইতিহাসের ধারণা |তাহলে শুরু করা যাক |







1. কোন কাব্যে মেয়েদের জলক্রিয়া ও উদ্যানচর্চার উল্লেখ আছে ? 


উত্তর :ধোয় ী রচিত পবনদূত কাব্যে |



2. কবে থেকে ইউরোপে খেলার ইতিহাস চর্চার সূচনা ঘটে ?


উত্তর : 1970 - এর দশক নাগাদ |


3. " ব্রিটিশ সোসাইটি অব স্পোর্টস হিস্ট্রি " কবে প্রতিষ্ঠিত হয় ? 


উত্তর : 1982 খ্রিস্টাব্দে |


4. ভারতে খেলার ইতিহাস নিয়ে কে প্রথম গবেষণা করেন  ?


উত্তর : সৌমেন মিত্র (1988 খ্রি:) |



5. বিশ শতকে মল্লযুদ্ধে বিখ্যাত দুজন বাঙালির নাম লেখ |


উত্তর : যতীন্দ্রপ্রসাদ(গোবর ) গুহ এবং ফনীন্দ্রকৃষ্ণ গুহ |



6. বাঙালিদের মধ্যে কে প্রথম ফুটবলে পা ছোঁয়ান  ?


উত্তর : নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী |


7. কিভাবে ভারতীয় উপমহাদেশে প্রথম ফুটবলের আবির্ভাব হয় ? 


উত্তর : ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাবিকদের মাধ্যমে |


8. ক্রিকেটের সূচনা কোথায় হয় ? 


উত্তর : সপ্তদশ শতকে ইংল্যান্ডের একটি গ্রামে |


9. ভারতে প্রতিষ্ঠিত প্রথম ক্রিকেট ক্লাব কোনটি ? 



উত্তর : ক্যালকাটা ক্রিকেট ক্লাব (1792 খ্রি:) |


10. কে টাউন ক্লাব তৈরি করেন  ?


উত্তর : ইংরেজদের ক্যালকাটা ক্রিকেট ক্লাবের অনুকরনে সারদারঞ্জন রায় তৈরি করেন |


11. " টোয়েন্টি - টু ইয়ার্ডস টু ফ্রিডম : এ সোশ্যাল হিস্ট্রি অব ইন্ডিয়ান ক্রিকেট " গ্রন্থটির রচয়িতা কে  ?

উত্তর : বোরিয়া মজুমদার |


12. পরাধীন ভারতের জাতীয় ফুটবল ক্লাবের নাম কী? 
উত্তর : মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব |
13. কত খ্রিস্টাব্দে কাকে হারিয়ে মোহনবাগান ক্লাব আই এফ এ শিল্ড জয় করে  ?


উত্তর : 1911 খ্রি: শ্বেতাঙ্গ দল ইস্ট ইয়র্কশায়ার কে হারিয়ে |



14. প্রথম অলিম্পিক গেমস  কোথায় অনুষ্ঠিত হয়  ?


উত্তর : প্রাচীন গ্রিসের অলিম্পিয়া নগরীতে (776 খ্রি: পূর্ব ) |


15. ইংল্যান্ডে কবে প্রথম ক্রিকেট খেলার সূচনা হয় ? 

উত্তর : 1709 খ্রিস্টাব্দে |


16. ইংল্যান্ডে প্রথম মহিলা ক্রিকেট ক্লাব কবে প্রতিষ্ঠিত হয়  ?


উত্তর : 1887 খ্রিস্টাব্দে |


17. উইমেন ক্রিকেট কাউন্সিল (WCC) কবে প্রতিষ্ঠিত হয় ? 


উত্তর : 1926 খ্রিস্টাব্দে |


18. " একাদশে সূর্যোদয় " ও " বিদ্রোহী মারাদোনা " গ্রন্থ দুটির রচয়িতা কে  ?


উত্তর : রূপক সাহা |


19. " খেলা যখন ইতিহাস " গ্রন্থটির রচয়িতা কে  ?


উত্তর : কৌশিক বন্দ্যোপাধ্যায় |



20." ক্রিকেট ইন কলোনিয়াল ইন্ডিয়া " গ্রন্থটির রচয়িতা কে ? 

উত্তর : বোরিয়া মজুমদার |

21. "বাপি বাড়ি যা " - গ্রন্থটির রচয়িতা কে? 

উত্তর : গৌতম ভট্টাচাৰ্য |

22. ভারতীয় ফুটবলের জনক কাকে বলা হয়? 

উত্তর : নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী |

23.ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের প্রথম কৃষ্ণাঙ্গ অধিনায়ক কে ছিলেন? 

উত্তর : ফ্রাঙ্ক ওরেল |


যারা আমার এই সাইটটি ফলো করো তারা আমার নতুন ওয়েবসাইট www.banglaeducare.com এ শিক্ষামূলক পোস্ট দেখতে পারো|নিত্যনতুন পোস্ট পেতে আমার নতুন ওয়েবসাইটটি follow করো |কারণ সেখানেই সমস্ত পোস্ট নতুনভাবে করা হচ্ছে |

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ প্রবর্তিত সিলেবাস অনুসারে মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি হিসেবে ছাত্রছাত্রীদের কথা ভেবে আমাদের একটি নতুন প্রয়াস |এখানে আমরা বাংলা, ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান, ভৌতবিজ্ঞান প্রভৃতি বিষয় অধ্যায়ভিত্তিক আলোচনা করবো |বহু প্রশ্নের সমাধান এখানে থাকবে |যেহেতু এখন সংক্ষিপ্ত প্রশ্ন বেশি থাকে সেই কথা মাথায় রেখে সংক্ষিপ্ত প্রশ্নের ওপর জোর দেওয়া হয়েছে |যদি ছাত্রছাত্রীরা এটি প্রতিনিয়ত  follow করে তাহলে কোনোরকম টিউশন ছাড়াই ভালো নম্বর পেতে পারে |তার জন্য আমাদের ওয়েবসাইট www.banglaeducare.com এ login করে অনলাইন পড়াশোনা করতে পারে |
এছাড়া আরও অনেক কিছু থাকছে আমাদের ওয়েবসাইট এ




Comments

  1. 'বিদ্রোহী মারাদোনা ' গ্ৰন্তটির লেখক কে

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

আধুনিক ইতিহাসচর্চায় খেলার ইতিহাস গুরুত্বপূর্ণ কেন?

দশম শ্রেণির ইতিহাস শর্ট প্রশ্ন ও উত্তর 1 নম্বরের ( প্রথম অধ্যায় ) : পার্ট ওয়ান

দশম শ্রেণির ইতিহাস শর্ট প্রশ্ন ও উত্তর 2 নম্বরের (প্রথম অধ্যায় ) : পার্ট ওয়ান