দশম শ্রেণির ইতিহাস শর্ট প্রশ্ন ও উত্তর 1 নম্বরের ( প্রথম অধ্যায় ) : পার্ট ওয়ান

            প্রথম অধ্যায় (ইতিহাসের ধারণা) :



এই অধ্যায়ে যা যা টপিক আছে প্রত্যেকটির ওপর আলাদা আলাদা করে short questions ও answers দেওয়া হবে এবং এগুলি করলে এর বাইরে আর কিছু করতে হবে না |পশ্চিমবঙ্গের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাস বিষয়ের সম্পূর্ণ প্রস্তুতি |এগুলি follow করলে টিউশন ছাড়াই লেটার মার্কস পাওয়া সম্ভব |তাহলে শুরু করা যাক |


প্রথমে ইতিহাস সম্পর্কিত কিছু ছোটোখাটো তথ্য দিয়ে শুরু করি |তারপর টপিকে যাবো |



1. ইতিহাস কথাটি কিভাবে এসেছে? 

উত্তর : ইতিহ + অস থেকে ,যার অর্থ এইরকম ছিল বা অতীতে যা ঘটেছে |


2. "History" শব্দটি কিভাবে এসেছে ?


উত্তর : গ্রিক শব্দ Historia এবং ল্যাটিন শব্দ Histore থেকে |যার অর্থ যথাক্রমে যত্নসহকারে অনুসন্ধান ও জ্ঞান |


3. ইতিহাস কোন শতকে সমাজবিজ্ঞান থেকে একটি পৃথক শাস্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে ?


উত্তর : ঊনবিংশ শতকে |


4. "Historiography" কথার অর্থ কী? 


উত্তর : ইতিহাসচর্চা


5. "ইতিহাস একটি বিজ্ঞান ,কমও নয়,বেশিও নয় " - কে বলেছেন? 


উত্তর : বিউরি |


6. "রাজনীতি বাদে ইতিহাসে যা থাকে,তা হল সামাজিক ইতিহাস " - কে বলেছেন? 


উত্তর : ট্রাভেলিয়ান |


7. "ইতিহাস হল অতীত ও বর্তমানের অন্তহীন কথোপকথন " - কে বলেছেন?


উত্তর : ই এইচ কার |


8. "আধুনিক ইতিহাস তত্ত্বের জনক" কাকে বলা হয়? 


উত্তর : লিওপোল্ড ভন র‍্যাঙ্কে |


9. আধুনিক ইতিহাসচর্চার প্রধান বৈশিষ্ট্য বা বিষয়বস্তু কী ?


উত্তর : সমাজের সকল শ্রেণির মানুষের ইতিহাস |


10. ইতিহাসচর্চার নানা ধারণাকে কী বলা হয়? 


উত্তর : ঘরানা |


11. ইতিহাস হল একটি সমাজবিজ্ঞান |

12. ইতিহাস হল মানবসভ্যতার বিবর্তনের কাহিনি  |

13. ইতিহাস হল অতীতের বস্তুনিষ্ঠ বিবরণ |







                •••• নতুন সামাজিক ইতিহাস ••••





1. কবে থেকে নতুন সামাজিক ইতিহাসচর্চার সূচনা হয়?

উত্তর : 1960 - এর দশক থেকে (বিংশ শতক)|


2. কে কবে ভারতে মার্কসবাদী ইতিহাসচর্চার সূত্রপাত ঘটান?


উত্তর : 1940 খ্রিস্টাব্দে রজনীপাম দত্ত "ইন্ডিয়া টুডে " গ্রন্থটি প্রকাশের মধ্য দিয়ে |


3. ফ্রান্সের অ্যানাল গোষ্ঠীর ঐতিহাসিকদের নাম লেখো |

উত্তর : মার্ক ব্লখ,লুসিয়েন ফেবর, ফার্নান্দ ব্রদেল, লাদুরি প্রমুখ |


4."History from below" - প্রবন্ধটির রচয়িতা কে ?


উত্তর : ই  পি থমসন (1966খ্রিস্টাব্দে )|


5. অ্যানাল পত্রিকা গোষ্ঠী কবে প্রকাশিত হয়?


উত্তর : 1929 (মতান্তরে 1928 খ্রি:)|


6. অ্যানাল স্কুল কোন ধরনের ইতিহাসচর্চা শুরু করে?


উত্তর : টোটাল হিস্ট্রি বা সামগ্রিক ইতিহাস |


7. "ফিউডাল সোসাইটি " - গ্রন্থটির রচয়িতা কে ?


উত্তর : মার্ক ব্লখ |


8. "দ্য টেরিটোরি অব  দ্য হিস্টোরিয়ান " - গ্রন্থটির  রচয়িতা কে ?


উত্তর : লাদুরি |


9. ব্রিটিশ ঐতিহাসিকরা কোন পত্রিকা মারফত নতুন সামাজিক ইতিহাসচর্চা শুরু করে?


উত্তর : পাস্ট অ্যান্ড প্রেজেন্ট পত্রিকা |


10. সাব - অলটার্ন শব্দটি কে প্রথম ব্যবহার করেন ?


উত্তর : আন্তোনিও গ্রামসি |


11. " সাব - অলটার্ন  স্টাডিজ " সম্পর্কিত প্রথম গ্রন্থ কবে প্রকাশিত হয় ?


উত্তর : 1982 খ্রি : |

12. ভারতের কয়েকজন মার্কসবাদী ঐতিহাসিকের নাম লেখো |


উত্তর : রজনীপাম দত্ত, সুশোভন সরকার, ডি ডি কোশাম্বী ,রোমিলা থাপার ,রামসরণ শর্মা ,রোমিলা থাপার ,সুমিত সরকার ,ইরফান হাবিব প্রমুখ |


13. কাকে " আধুনিক ইতিহাসের জননী " বলা হয়?


উত্তর : নতুন সামাজিক ইতিহাসকে |


14.  " প্রান্তিক মানব " গ্রন্থটি  কে রচনা করেন ?


উত্তর : প্রফুল্ল চক্রবর্তী


15. কবে ভারত সহ দক্ষিণ এশিয়ার ইতিহাসচর্চায় সাব - অলটার্ন বা নিম্নবর্গীয়দের গুরুত্ব দিয়ে আলোচনা শুরু হয়? 


উত্তর : 1980 - এর দশক থেকে |


16. ভারতে নিম্নবর্গের ইতিহাসচর্চা কে কবে প্রথম শুরু করেন? 


উত্তর : রণজিৎ গুহ 1982 খ্রি : " on some aspects of the historiography of colonial India " গ্রন্থে


17. ভারতে নিম্নবর্গের ইতিহাসচর্চার জনক কাকে বলা হয়? 


উত্তর : রণজিৎ গুহ |


18. প্রথম কোন ইতিহাসবিদ সমাজের সকল শ্রেণির মানুষের ইতিহাস রচনার কথা বলেন ?


উত্তর : নীহাররঞ্জন রায় |


19. ভারতে সাব - অলটার্ন গোষ্ঠীর কয়েকজন ঐতিহাসিকের নাম লিখ |


উত্তর : রণজিৎ গুহ, পার্থ চট্টোপাধ্যায়, জ্ঞানেন্দ্র পান্ডে, শাহিদ আমিন, গৌতম ভদ্র ,সুমিত সরকার ,সুদীপ্ত কবিরাজ প্রমুখ |



https://www.youtube.com/watch?v=CStOINSV5j0


20. " নিউ সোশ্যাল হিস্ট্রি " গ্রন্থটি কে রচনা করেন ?


উত্তর : হার্বার্ট গুটম্যান |


21. কবে " সোশ্যাল সায়েন্স হিস্ট্রি অ্যাসোসিয়েশন " প্রতিষ্ঠিত হয়? 


উত্তর : 1976 খ্রি: |


22. সাব - অলটার্ন  স্টাডিজের প্রকাশক কে ?


উত্তর : রণজিৎ গুহ |


যারা আমার এই সাইটটি ফলো করো তারা আমার নতুন ওয়েবসাইট www.banglaeducare.com এ শিক্ষামূলক পোস্ট দেখতে পারো|নিত্যনতুন পোস্ট পেতে আমার নতুন ওয়েবসাইটটি follow করো |কারণ সেখানেই সমস্ত পোস্ট নতুনভাবে করা হচ্ছে |

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ প্রবর্তিত সিলেবাস অনুসারে মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি হিসেবে ছাত্রছাত্রীদের কথা ভেবে আমাদের একটি নতুন প্রয়াস |এখানে আমরা বাংলা, ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান, ভৌতবিজ্ঞান প্রভৃতি বিষয় অধ্যায়ভিত্তিক আলোচনা করবো |বহু প্রশ্নের সমাধান এখানে থাকবে |যেহেতু এখন সংক্ষিপ্ত প্রশ্ন বেশি থাকে সেই কথা মাথায় রেখে সংক্ষিপ্ত প্রশ্নের ওপর জোর দেওয়া হয়েছে |যদি ছাত্রছাত্রীরা এটি প্রতিনিয়ত  follow করে তাহলে কোনোরকম টিউশন ছাড়াই ভালো নম্বর পেতে পারে |তার জন্য আমাদের ওয়েবসাইট www.banglaeducare.com এ login করে অনলাইন পড়াশোনা করতে পারে |
এছাড়া আরও অনেক কিছু থাকছে আমাদের ওয়েবসাইট এ




EE

Comments

  1. Ghorar pithe dak jogajoger babostha k chalu koren

    ReplyDelete
  2. পোশাকের ইতিহাস--- কার্ল কোহলার

    ReplyDelete
  3. "বিজ্ঞানের ইতিহাস" গ্রন্থের লেখক কে ছিলেন?

    ReplyDelete
  4. সামগ্রিক ইতিহাস total History বলতে কী বোঝ

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

আধুনিক ইতিহাসচর্চায় খেলার ইতিহাস গুরুত্বপূর্ণ কেন?

দশম শ্রেণির ইতিহাস শর্ট প্রশ্ন ও উত্তর 2 নম্বরের (প্রথম অধ্যায় ) : পার্ট ওয়ান